দেশজুড়ে আজ দেশপ্রেমী ঐ পুষছে বুকে চেতনা
দেশের তরে বুক পেতে দেয় এমন আছে কয়জনা।


মুখেই শুধু পুটুর পুটুর পয়তাল্লিশের আগ নিয়ে
সুযোগ পেলেই হাল্লা মারে ব্যস্ত নিজের ভাগ নিয়ে।


বক্তৃতা আর বিবৃতিতে সবাই প্রেমিক দেশের যে
জীবন দেয়ার ডাক পড়িলে সবার আগে পালায় সে।


দিবস এলেই ফুলের মালা প্রেমিক সেজে দিচ্ছে দৌড়
ভুরভুরা ঐ গন্ধমুখে স্টেজে গায় খিস্তী খেওড়।


ছিলো যারা বীর সেনারা দেশের তরে লড়ছে ঐ
তাদের মাথা বিকিয়ে সবাই খুল্লাম খুল্লা খেলছে ঐ।