প্রবাস মানে লক্ষ টাকার অলিক স্বপ্ন দেখা
সুখের জীবন আরাম আয়েশ স্বপ্ন বুকে আকা।


প্রবাস মানে অনাহারে দিন রজনি পাত
যুদ্ধ করে জীবন চলা শক্ত দুটি হাত।


প্রবাস মানে স্বপ্ন বুকে অচিন পুরে বাস
ইচ্ছে করে দড়িবিহীন গলায় পরা ফাঁস।


প্রবাস মানে বাবা মায়ের মুখে মধুর হাসি
দিন পুড়ালে সেই হাসিটা হয় কেন তা বাসী।


প্রবাস মানে ছোট ভাইয়ের চোখে রংগীন গ্লাস
ছোট বোনের এসএসসিতে ফলাফল এ প্লাস।


প্রবাস মানে ঐ সুদুরে বউয়ের শুকনো মুখ
ছোট্ট খোকার জন্যে যেন জলে ভাসা বুক।


প্রবাস মানে বন্ধু স্বজন ছেড়ে আসা দিন
বুকের মাঝে কষ্ট ব্যাথা করে যে চিন চিন।