ঈদের টাকা পাঠিয়েছি মাগো নতুন কাপড় কেন
ভালো দেখে দামীটা চাই,নয় তা যেন তেন।


বাবাকে দিও পিওর সুতির পাঞ্জাবী পায়জামা
যতই বলুক এবারের ঈদে লাগবেনা তার জামা
জুতাটা দেখ ভাল কি আছে, পারবে কি পায় দিতে
যতই ছেড়ুক তবুও ত সে চাইবে না জুতা নিতে
এবারের ঈদে বাবার জন্য এক জুড়া জুতা কেন।


ভাইয়াকে দিও শার্ট প্যান্ট কিনে, তারও ত জুতা চাই
বোনের জন্য সালোয়ার কামিজ তার পছন্দেরটাই ।
কাজের বেটি রহিমার মাকে শাড়ি দিও একখান
শার্ট কিনে দিও কাজের ছেলেকে ভরে যেন তার প্রাণ।
জায়গীর থাকা তালবার জন্য পাঞ্জাবী এক কেন।


ভালো আছি মা এইখানে আমি ভালোয় কাটছে দিন
তোমাদের ছেড়ে ঈদের দিনে বাজে মনে ব্যথার বীণ
কতটি বছর হয়ে গেল আজ হয়নি পায়েস খাওয়া
হয়নিগো মা তোমার আদর ঈদের সালামী পাওয়া।
দোয়া কর মা আগামীর ঈদ বাড়িতেই হয় যেন।