নানা রংয়ে নানা ঢংয়ে
আছে কত প্রকাশন
ফেরুয়ারী বইমেলায়
খুশিতে মন উচাঠন।

নামীদামী লেখকের
বই ছাপে মাগনা
নতুন লেখক পেলে
খুলে দেয় ঢাকনা।

লেখক নয় ক্রেতা এলো
এই তার মনোভাব
হাক ডাকে জানান দেয়
কতশত তার প্রভাব।

চড়া দামে বই করে
লেখকের হাতে দেয়
তারপর কালে ভদ্রে
খোঁজ আর নাহি নেয়।

মাঝখানে যদি কেউ
বই ছাপায় অন্য
হুমকিটা দিতে তিনি
হয়ে যান বন্য।