মুখটা বুজে থাকলে পড়ে  
যায় না শোনা ভোরের গান
ডাক দিলে কেউ নতুন দিনের
যায় না কানে সে আহবান।


যায় না দেখা ভোরের আলো
পুবের আকাশ রাংগীলেও
মনের কালো হয় না যে দূর
ভোরের আলোয় ভাংগীলেও।


জ্যোৎস্না মাখা চাঁদের হাসি
দেয় না দোলা মন মাঝে
হাজার তারার ভেলায় চড়েও
মনটা তবু নাই সাজে।


কিচিরমিচির পাখির গানে
সুর আসে না ঝর্ণা তে
কন্ঠ ছেড়ে গান আসে না
হাজার সুরের ধরনা তে।


মোহের পেয়ালায় বুদ হয়ে
যায় না চেনা সৎ মানুষ
যতই তুমি হও না বড়
তুমিই কেবল রং ফানুস।