দ্বীনের তরে ঝাঁপিয়ে পড়ে ডাক শুনে
জীবনটারে দেয় বিলিয়ে নিজ গুণে
রক্তচক্ষু,হুক্কাহুয়ায় নাই ডরে
শক্তি-সাহস ক্ষিপ্রতাতে হৃদ গড়ে।


স্বাধীন জীবন,স্বাধীন মরণ, স্বাধীনতা
চায় না মেনে নিতে কেবল অধীনতা
স্বপ্ন বুনে,স্বপ্ন ছড়ায় সুন্দরের
মানব প্রেমে দোর খোলা মন বন্দরের।


মিথ্যা দলে মাড়িয়ে চলে সৎ বুকে
অসত্যকে সাহস নিয়ে দেয় রুখে
পেছন ফেরে দৃষ্টি ফেলার নেই সময়
সামনে চলার পথকে করে গতিময়।


জগতজুড়া তেমন ছেলে কয়জনা?
আছে কিছু মর্দে মুমিন হাতগোনা
তাদের দলে তুমিও আছ দেখতে চাই
এই ভাবনায় মনের মাঝে সুখ খুঁজাই।