নিস্তব্ধ নিশুতি রাত
ঐ দুরে চাঁদ মামাটা উঁকিঝুকি মারছে
বারবার শতবার ব্যর্থ প্রচেষ্টা
মেঘমালা ঢেকে দেয় রুপালী চাঁদ।

নেই জনতার কোলাহল কিংবা
পাখির কলরব
ট্রেনের,বাসের শু-শু শব্দ
কুকুরের ডাক তো শুনিনা আজ কতদিন ।

পাশের রুমের মৃত মানুষগুলোর
নাক ডাকার শব্দও নেই
কারো জানালায় পর্দার নড়াচড়া কিংবা
সামান্য আলোর ঝলকানি,কিছুই নেই।

আর নেই আমার একমুটো ঘুম।

কেন নেই জানো ? কার বিহনে আঁখিযুগল
ধর্মঘট করে চলেছে অবিরত
কেন আজ চাঁদ মামাটা মেঘের কাছে পরাজিত ?

শুধু তোমার জন্যে হে প্রিয়।