রাত্রী গভীর হলে
আকাশের দোর খুলে
ডেকে যান আল্লাহ প্রিয় বান্দাকে
সেসময় সব ভুলে
যার চোখ ভিজে জলে
সেই শুধু পায় তার প্রিয় আল্লাহকে।


ভেবে দেখ মন তুমি
মন শুকনো মরুভুমি
চাও যদি সজিবতা আনতে
রাতের ক্লান্তি ঝেড়ে
আয়েশটা দিয়ে ছেড়ে
সেজদায় অবিরত কানতে।
যে কাদে সেই শুধু পায় আল্লাহকে।


যার সব চাওয়া পাওয়া
জীবনের গান গাওয়া
গায় শুধু আল্লাহর দরবারে
ব্যবসাটা করে নেয়
জীবনটা বিকে দেয়
জান্নাত কিনে সেই কারবারে।


মুসাফিরে ডেকে যায়
পড়ে থাকো সিজদায়
সবই পাবে যদি পাও তাঁকে
শোক-তাপ সবই ভুলে
জীবনের পাল তুলে
হাতছানী দিয়ে দেখ কে ডাকে?
সাড়া দিলে পাবে তুমি আল্লাহকে।