সবকিছু ত হয় না বলে কয়ে
সবকিছু ত যায় না যাওয়া সয়ে
তবু কিছু বলতেই হয়
তবু কিছু সকলেই সয়
তারই মাঝে কারো জীবন যায় যে ক্ষয়ে ক্ষয়ে।


সবকিছু ত শুনতে হয় না কানে
সবকিছু ত ভরে না মন প্রাণে
তবু কিছু যায় শুনা যায়
তবু কিছু প্রাণের মায়ায়
চলছি সবে নিজের মত বামে কিংবা ডানে।


সবকিছু ত দেখতে হয় না চোখে
সবকিছু ত যায় না বলা মুখে
তবু কিছু চোখে পড়ে
তবু কিছু কথা নড়ে
চোখে মুখের দেখা কথায় কেউ পড়ে যায় দুঃখে।


সবকিছু ত দেয় না সবার সুখ
সবকিছু ত থাকে না ভাই দু:খ
তবু কিছু স্বপ্ন বুনে
তবু কিছু দিন যে গুনে
সুখে দু:খের মাঝেও সবে আশায় বাধে বুক।


সবকিছু ত যায় না সদা লেখা
সবকিছু ত হয় না কভু দেখা
তবু কিছু লিখতেই হয়
তবু কিছু দেখতেই ভয়
জীবন সদা চলে না ত হয়ে সরল রেখা।