করোনা তে ভয় নয় এসো সবে সচেতন হই
পাক সাফ থাকি যেন আর না অচেতন রই।


ঘুম থেকে উঠে তবে ধোয়াধুয়ী শুরু হয়
পাঁচ বেলা পড়ি নামাজ, হাত মুখ ধোয়া হয়
খাবারের আগে ও পরে
হাত মুখ ধোও ভাল করে
পবিত্রতায় দূর হোক করোনার জীবানু অই।


যেখানে সেখানে থু থু ফেলা নয়
যেখানে সেখানে হাত দেয়া নয়
নাকে হাত দিয়ে তবে হাচিটা দেই
আলহামদুলিল্লাহ বলে হাত ধুয়ে নেই।


লোক সমাগম আর বাজার থেকে দূরে রই
নিজেই বাঁচি আর প্রিয়জনকেও বাচাই
বাইরে বের হই মাস্ক পরে
কাছাকাছি নয় থাকি দূরে
আল্লাহর কাছে সবাই মিলে মাথা নত হই।