মিনারের চুড় থেকে ভেসে আসে যে সুর
সেই সুর সুমধুর- সুমধুর।


যে সুরে ভেসে আসে আল্লাহর নাম
যে সুরে শুনা যায় আল্লাহ মহান
সে সুর শুনে মন ছুটে যায় দুর- দূর বহুদুর।


যে সুরের আহবানে পড়ে যায় সাড়া
যে সুরে জেগে উঠে ঘুমের পাড়া
সে সুরে মিশে আছে আল্লাহর নুর- আল্লাহর নুর।


মানুষের কল্যানে যে সুর ডাকে
জীবন সাজাও তুমি সে সুরের বাঁকে
তবেই পাবে তুমি জান্নাতি নুর- জান্নাতি নুর।