আমি কোন দিকে ভাই যাব?
কোন দিকে ভাই হেরার আলো
                    সরল পথটি পাব?


কেউ বলে ভাই তারাই খাটি,তারাই সঠিক পথে
অন্যরা সব গোমরাহিতে আছেন ভিন্ন মতে।


তারাই আসল ইসলামি দল কারো কারো দাবী
তাদের কাছে কেবল পাবেন জান্নাতেরি চাবি।


জাহান্নামের বাসিন্ধা সব অন্য আছেন যারা
কারো দাবি দ্বীনের পথে আছেন শুধু তারা।


রসুল প্রেমিক(!) কতক আছে মিলাদ কিয়াম নিয়ে
পথটি তাদের মিলছে নাকি জান্নাতে ঐ গিয়ে।


পীর-মুরিদী,খানকা-মাজার তারাও বলে খাটি
তাদের জন্য বরাদ্দ রয় জান্নাতেরি মাটি।


রকমারি এসব কথায় বিষিয়ে উঠে সু-মন
কারো পিছে ছুটবে না আর করেছিনু এই পণ।


শোনবে না আর কারো কথা চলবে নিজের মত
খুঁজবে না আর হেরার তোরণ মাড়বে না পথ যত।


দাড়াও সু-মন শোনো
হিসাব কেন নিজের মত ইচ্ছে স্বাধীন গোনো?


অসুস্থতায় ডাক্তার খুঁজো হাজার জনের মাঝে
কার চিকিৎসায় সুস্থ হবে,দাওয়াই লাগে কাজে।


তখন ত আর হাল ছাড়ো না সুস্থ হওয়ার আগে
মন দিয়ে চাও ডাক্তার ভাল পড়ুক তোমার ভাগে।


মুকদ্দমা মামলা হলে উকিল খুঁজো বড়
হাজার জনের মধ্য থেকেও তাকেই তুমি ধর।


এত এত উকিল বলে থেকো না ত বসে
সবার থেকেই সেরা উকিল খুঁজে বেড়াও চষে।


অসুস্থতা আর মুকদ্দমায় এমন যদি হয়
আখেরাতে ঐ বাঁচার জন্যে বসে থাকা নয়।


অনেকগুলো মত ও পথে আসল কিছু আছে
তাদের খুঁজো কেবল যারা কুরআন হাদীস ধাছে।


শিরক-বেদায়াত,পীরের পূজা তাদের তুমি ছুড়ো
তাদের সাথে ভিড়লে পরেই ঈমান হবে খুড়ো।