তোমাকে নিয়ে একটি কবিতা লিখব ভেবেছিলাম।
তারপর থেকে বর্ণমালার হরফগুলো আমার ভেতরে মিছিল শুরু করেছে।
শব্দেরা নানান রঙ,ঢঙ ধারণ করে
হরেক প্রজাতির ফুল হয়ে, পাপড়ি হয়ে  
কবিতার বিজয়োৎসবে শামিল হচ্ছে।
আমি আমার সব আবেগ,উচ্চাশ,অনুরাগ ঢেলে দিয়েও
শব্দের গাঁথুনি দিয়ে তোমার জন্য একটি কবিতা বুনতে পারছি না।
এটা আমার অযোগ্যতা, না কি খেয়ালি, আমি জানি না।
তবে আমি ঠিকই বুঝে নিয়েছি,
তোমার সীমাহিন রুপ সৌন্দর্যের কাছে শব্দেরা নেহায়েত প্রাচীন বৈ কি।
না কি তোমাকে অকৃপন ভালবাসি বলে আমার এই লুকোচুরি খেলা?
মাঝে মাঝে ইচ্ছেরাও ডানা মেলে।
নিঃসঙ্গ বলাকা আকাশের পথ ঘুরে যেমনি ধানের ছড়ায় আশ্রয় নেয়,
মনে হয় আমিও আছড়ে পড়ি তোমার বুকে।
তোমার বুকেই গড়াগড়ি দেই
ঘ্রাণ নেই আমার উদাসী বুক ভরে
তোমাকে ছুঁই আমার হৃদয় দিয়ে
তোমাকে দেখে চোখের তৃষ্ণা নিবারণ করি।
প্রসারিত দু'বাহু দিয়ে তোমাকে আষ্টেপৃষ্ঠে ঝাপটে ধরি
আর দেহের সমস্ত শক্তিকে একত্রিত করে কন্ঠে সুর তুলি
পুরনো শব্দগুলোকে নতুন করে আবার বলি
আমি তোমাকে ভালবাসি হে বাংলাদেশ।