এই দেশে এক ভাঁড় ছিল
তার মগজে ধার ছিল
জ্ঞান দিয়ে যায় শুধু
একদিন সে পড়লো ধরা
তার মগজে দারুন খরা
মিথ্যে,মরু ধু ধু।


কপি করে বই লিখে সে
জানলো সবে অবশেষে
(তবু)যায় না ধরা তাকে
তার ক্ষমতা ভীষণ আছে
থাকে যে সে গদির কাছে
গদিই বাচিয়ে রাখে।


গদি তো না রয় চিরদিন
একদিন সে শুধবে যে ঋণ
আসবে সুদিন ফিরে
কাটবে আধার জীর্ণ ঝরা
ফাগুন এলেই জাগবে ধরা
ভিড়বে সবই তীরে।