অনাগত বহু পথ পেরুনের কথা বলেছিল,
বলেছিলে তেপান্তরের রক্তিম লাল ছুঁয়ে ছুঁয়ে দেখবে,
কথা ছিল বহুপথ হাটার, যখন চৈত্রদাহে তুলতুলে নরম
শস্যক্ষেত ফেটে ফেটে চৌচির...


বলেছিলে শুরে শুরে ভরিয়ে রাখবে আমার পৃথিবী,
ছন্দের ভুবনে তুমি ভোরের পাখি হয়ে গাইবে...
আমার প্রতিটি সকালে তুমি উষ্ণ প্রিয়সীর ছোঁয়া হয়ে,
দক্ষিণা জানালয় উঠবে, মিষ্টি রোদের ঝলকানি...
যখন স্বর্গ সুখে নিমজ্জিত আমার যত স্বপ্ন,যা বহু প্রিতক্ষীত... বহু লালিত...


মনে পড়ে রাতের ফুলের কথা,
যার মোহনীয় সৌরভে মাতাল এক প্রেমিক তুমি,
বলেছিলে কতশত বৃষ্টি বিদৌত জোছনা রাত জানালায় কাটিয়ে দিবে...
গহীন অন্ধকার ভেদকারী জোনাকীদের টিপ টিপ আলোর সহস্র রজনীর স্বাক্ষী হতে চাইছিলে,
এই কোমল বাহুতে মাথা রেখে...মনে পড়ে সে কথা?...


বলেছিলে কখনো ছাড়বে না, কখনো হাড়াবে না,
ভীরু দুটি হাত শক্ত করে ধরেছিলে,তোমার হাতের লৌহ শক্তিধর মুঠোয়...
তারপর কত কত রাত একাকার হয়ে গেল,
আমাদের সেই গ্রাম্য পুকুরের সান বাঁধানো ঘাটে,
যেখানে ছোট মাছ আর শেওলারা এখনও খেলা করে
নীল পানির সাথে...


কিন্তু তুমি কথা রাখনি,
তুমি নিজেকে আবিষ্কার করেছে এক নতুন রূপে, নতুন পরিচয়,
যাকে দেখলে মনে ঘৃণা জাগে, ভয় ধরে কলিজায়...
সেই তুমি কিনা ছিন্ন করেছে মাতৃ-পিতৃ স্নেহ, স্ত্রী-কন্যার ভালবাসা,
তোমাকে ছলনাময়ী বললে কি সবটুকু বলা হবে?
না তুমি অর্থহীন, তুমি ক্ষমতাহীন, তুমি মিথ্যাবাদী...।
মৃত্যুপরবর্তী আমার পঁচনশীল নিথর দেহ, তুমি কথা রাখনি...তুমি কথা রাখনি...
-------------------------------
প্রতিটা মানুষ/জীব বহুদিন বাঁচতে চায় কিন্তু তবুও একদিন মৃত্যুর
আমন্ত্রণে সাড়া দিতে হয়।