সত্যি যদি এমন হত!
------------------------
হারু মিয়া অলস ভারী খোয়াব দেখে শুধু,
কায়দা করে রপ্ত করবে এমন একটা যাদু।
যাদুর আজব শক্তি হবে, হবে হারু রাজা,
সব বেটাকে জব্দ করবে, নিয়ম করলে কাজা।
নতুন সবই নিয়ম হবে, দন্ড নতুন ধারা,
দেখবে হারুর রাজ্যে নিয়ম পণ্ড করে কারা।

নগ্ন শরীর, নেংটি পরা, হারু হঠাৎ রাজা,
এক বেটারে আনছি ধরে, দিন মহারাজ সাজা।
হারু মিয়া বেজায় খুশি, স্বপ্ন সত্যি হলো,
হুংকার দিল হারুরাজা, ‍‍‍কুসর বেটার বলো।


বলবো কত রাজা মসাই, কম্য বেটার বদ,
ফাইল আটকিয়ে সাধ্যমত করবে কুপোকাত।
সারাটাদিন ঘুমায় বসে, নেই কম্য কানাকড়ি,
বসে বসে ঘুষের টাকায় ফুলায় পেটের ভুরি।


হারুরাজা বলল রেগে, দন্ড হবে খাসা,
তারাতারি হাজির করো জোয়ান একটি চাষা।
চাষা বেটায় ভয়ে ভয়ে বলল মহারাজ,
গোসতাগি মাফ করবেন জনাব, ক্ষেতে অনেক কাজ।


তোদের টাকায় মাইনে নিয়ে করছে বেটায় চুরি,
ওঁর পাছাতে কষবি লাঠি, একটা বলদ ছাড়ি।


শ্রমিক দেশের আসল মানুষ, বলল হারুরাজা,
ঘুষ খেলে কেউ, ‘জোয়াল টানা’ এটই নতুন সাজা।


সববেটাকেই দেখবে হারু, ক্ষীপ্ত দারুণ রাগে,
হারুর পাছায় পরল লাঠি, উঠল হারু জেগে।
                   ***
১২জানুয়ারী'১৪,গাজীপুর, ঢাকা।