হারু মিয়ার প্রশ্ন অনেক কার কাছে সে জানবে,
তৃর্ণভোজী বলদ কেন হালের জোয়াল টানবে।
বলদ বেটার শ্রমে নানান শস্য ক্ষেতে ফলবে,
গন্ধ শুকলে চাষী কেন পিঠের চামড়া তুলেবে।


মানুষ খাবে ফিরনি পোলাও, গরুর কেন ভুষি,
সবুজ ঘাসে ছাড়বে কেন লাগিয়ে মুখে ঠুসি*।
হাড় কাপাঁ এই শীতে গরু পায় না কেন কম্বল,
ধমক দিয়ে বলে সবাই হারুর মাথায় অম্বল।


রশি দিয়ে বাঁধলে মানুষ দেখতে কি বেশ লাগবে?
তবে কেন বনে পশু পোষ মানিয়ে রাখবে।
নিজের বাছুর বন্দি রেখে দুধ দেওয়া কি চাকরি,
নর মাংস  চাইলে খেতে, কেমন হবে বকরি।


গরুর কেন পাঠশালা নেই, নেই কেন বই পড়া,
কেমনে গরু জ্ঞানী হবে, মন্ত্রী কেমনদারা।
হারু মিয়ার আজব মাথায়,ভাবনা আজব খেলে,
রোজই মায়ের ঠেঙানি খায়, আজব প্রশ্ন বলে।
                ***


ঠুসি> এক ধরণে বেতের মুখোস যা গরুর মুখে পরানো হয়।