আজব রাজার আজব সখ, দুঃখ পাওয়া মানা,
দুঃখে আছে জানলে রাজা, দণ্ড ষোল আনা।
উজির নাজির ডেকে রাজায় করল মিটিং সভা,
রাজ্য ঘুরে খবর জানো, দুঃখে আছে কেবা।
রাজ্যের গোলা মুক্ত রাখো, কার কি দুঃখ মনে,
কার কপালে ভাঁচ মিটেনা, দাদনদাতার ঋণে।
বিলাও যত শস্য, ধানা, বাড়তি কোষের ধন,
প্রজার মুখে ফুটবে হাসি, ভরবে রাজার মন।
গোলার পরে গোলা ফুরায়, হয়না দুখির শেষ,
এ যেন এক ফকির প্রজার, ধনি রাজার দেশ।
রাজার তারিফ সবাই করে, দানে তিনি সেরা,
রাজার মনে ভাবনা হঠাৎ, দুঃখে হৃদয় ভরা।
কম্য-কামাই ভুলে সবাই, ধরনা দিচ্ছে রোজ,
সবাই কেমন হচ্ছে দুখি, রাজায় দিলে ভোজ।
আজব কেন মানুষগুলো, ভাবছে রাজায় বসে,
দুঃখ মুছার স্বপ্ন রাজার ঘুচলো অবশেষে।
                      ***