বৃষ্টি ঝরে, মুষল ধারে
জানালা খুলে একা
জোনাক কনে, পেয়ারা বনে
আঁচল খানা পাতা।
হৈম জোছনা, কনক ডানা
কাঁচা ধানের মাঠে
কলমি কুসুম, দোল খেয়ে ঘুম
কাজলা জলের বাটে।
নিঝুম রাতের উদাস দৃষ্টি,
তেপান্তরের দেশে,
এমনি ক্ষনে, ঘরের কোনে
ভাবছি তোমায় বসে।