একটা পাখি, দুইটা পাখি
হাজার পাখির মেলা,
কোন পাখিটা দেখার তরে
খোয়াই সারা বেলা।


সব পাখির তো কাজল চোখ
হলুদ ঠোঁটের গোরা,
একটা পাখি দেখছি না যে,
সকল পাখি জোড়া।


সব পাখিই’র তো গলায় হার
পিঠের ধারে কলো,
মিষ্টি ভোরে কোন পাখিটার
গানের গলা ভাল।


সব পাখিই তো লম্বা পা
মেঘে ভাসা বুক,
কোন পাখিটা দেখতে ভিষম
মায়া ভরা মুখ।


উরতে পারে তেপান্তরে,
নাইকো আপন ডানা,
ত্রিভুবনে এমন পাখির
আছে কি আর ছানা।

হঠাৎ শুনি জয় জয়কার
আতোশ বাজির ভীম,
সেই পাখিটার বাসায় নাকি
সবুজ রংগের ডিম।


সেই খবরে ছেলে বুড়ো
ধরছে ভিষম আড়ি,
ডিম না নিয়ে হাজার বছর
ফিরবে নাকো বাড়ি।


এথায় খুঁজি সেথায় খুঁজি
মিলছে নাতো খোঁজ,
তবু কেন মরছি খুঁজে
হর-হামেশা রোজ।


সবাই মিলে চাইছে যা-
কোথা সে সুখ পাখি?
কালান্তরে চলছে খেলা
সুখের কথায় ফাঁকি।