মায়াবীনি মিষ্টি তুমি
আশ্বিন মাসের রাত,
নিঝুম নীশির দূর দিগন্তে
বৃষ্টি স্নাত চাঁদ।


শুরে তোমার জাদু আছে
পথ ভোলানো হাওয়া,
বিজন নদের রঙ্গীন মাঝির
সুখের নৌকা বাঁওয়া।


তোমার ডাকে মোহ আছে
অথৈ পথের নিশা,
ক্লান্ত পথিক তবু খোঁজে
গহীন বনের দিশা।


তোমার হাসির মাঁয়া জালে
বিভোর তরুণ মন,
পাহাড় বেয়ে আকাশ ছোঁয়া
যেমন বিচক্ষণ।


তোমার তরে বীরের পদে
পীষ্ট আকাশ মাটি,
মুর্তি তোমার মহা শশ্মান
দুর্বীনিত খাঁটি।


তোমার পায়ে সোনার সিঁকল
তবু তুমি নাই,
তুমি কি সেই সুখের ছবি?
এই আছ, তো নাই।  
==০==


ঈদের ছুটিতে গ্রামের বাড়ীতে ছিলাম তাই লম্বা বিরতির পর নিয়মিত হবার প্রত্যয় নিয়ে আবার এই পেইজে ফিরে এলাম।
সকল কবি বন্ধুকে আবারও শুভেচ্ছা  জানিয়ে একটি কবিতা প্রকাশ করলাম..