মন আমার থাকছে পরে,
ছোট্ট নদীর বাঁকে।
সাঝেঁর বেলায় যেইখানটাতে
ডাহুক ছানা ডাকে।


যেইখানটাতে শিশির ভেজা,
মিষ্টি একটি ভোর।
পাখ পাখালির মধুর গানে
মা খুলে দেয় দোর।


যেইখানটাতে দু’চোখ জোড়া,
সবুজ সোনার মাঠ।
ব্যস্ত দুপুর বটের ছাঁয়ায়
খেয়া পাড়ের ঘাট।


যেইখানটাতে শ্রাবণী আকাশ,
কালো মেঘে ভাসা।
হাঁটু পানির একখানা ক্ষেত
আউশের ধানে ঠাসা।


যেইখানটাতে বিজন পথ,
একলা রাখাল ছেলে।
হংসঝিদের চপল নৃত্য
কাজলা দীঘির জলে।


মনটা আমার থাকছে পরে,
গ্রাম্য একটি হাটে।
মকবুল গায়েন চটছে ভীষম
পুঁথি গানের পাটে।


যেইখানটাতে গভীর রাতে,
জাপটে বুনোপাখি।
রাত জাগা এই ব্যাকুল চোখে
একলা চেয়ে থাকি।
     ***