ডালিম গাছে ফুল ফুটেছে,
সাজনা তলায় কারা?
খুকির পুতুল দিচ্ছে বিয়ে
তাইতো অমন সাড়া।


তাক ধিনা ধিন নাচছে
ভেজায় কাঠবিড়ালীর ছানা,
হুলো বিড়াল দেখছে চেকে
কেমন মজা খানা।


শিয়াল মামা গান ধরেছে
বাদরা বাজায় ঢোল,
নেংটি ইঁদুর জামতলাতে
খাচ্ছে বসে দোল।


খুকির পুতুল বউ সাজাতে
হলদে পাখি ডালে,
টুকটুকে লাল শাড়ি আনল
প্রজাপতির দলে।


পেঁচাবুড়ি বলল এসে,
বর আসতে বেশ দেড়ি।
ডাকছে যে মা, খুকুমনি
যাবে মামার বাড়ি।
      ***
রচনাকালঃ
২৯আশ্বিন ১৪২১
ঢাকা, গাজীপুর