হাজার পুষ্প ধূলায় লুটায়,
নাম না জানা রোজ।
কোন কোকিলে গান করেনি,
কে রাখে তার খোঁজ।


কোন ফাগুনে খুন জড়েনি,
কৃষ্ণচূড়ার ডালে।
খোঁজ রাখে কে যত্তকিছু ,
বয়না আপন তালে।


ঊষার আলোয় নিদ টুটেনি,
কোন মোরগের চোখে।
ভরা চাঁদেও বান ডাকেনি,
কোন নদীটার বুকে।


পূজোর ডালায় ঠাঁই মেলেনা,
কত ফুলের রোজ।
লম্বা গোফের কোন ঠাকুরে,
পায়না প্রসাদভোজ।


কোন সকালে একটি মেয়ে,
ভাঙ্গল সবুজ মন।
কেউ বলেনি দাঁড়াও পথিক
আসবে শুভক্ষণ।

কেউ বলেনি তোমার যাওয়ায়,
সবই তো শেষ নয়।
স্বপ্ন ভাঙ্গার পরে আবার
স্বপ্ন শুরু হয়।


***