হাল্কা কুয়াশায় ঘুমন্ত শহর, শুধু তুমি আর আমি বাকী,
খোলা জানালায় এসো মোর প্রিয়া, চোখাচোখি চেয়ে থাকি।
স্বপ্ন সাজাই চলো হে প্রিয়ে! গোধূলীর আবিরে মাখা,
বৃষ্টিবিলাসে বুনোপাখি যুগল পাশাপাশি  বসে থাকা।


জোছনা আলোয় মুগ্ধ হই কাঁপা-কাঁপা দুটি ঠোঁটে,
প্রেমের পরাগ ছড়িয়ে হৃদয় সিক্ত গোলাপ ফোটে।
তোমার হাসিতে ব্যাকুল হব, এ হাতে ও হাত রাখ,
আঁখিপটে ভাসা তোমার ছবি, একটু চেয়ে দেখ।


তোমার প্রেমে ভেসে যেতে চাই ঠিকানা বিহীন নীড়ে,
হাজার বছর যায় কেটে যাক জানালায় ও হাত ধরে।
কাজল ও চোখে হারিয়ে যাব, দূর দিগন্তের দেশে,
স্বর্গের সুখ কেড়ে আনিব, থাক যদি মোর পাশে।


তোমার গন্ধে মাতাল হব আর কিছুক্ষণ থাক,
তোমার প্রেমে আমায় একটু বিভোর করে রাখ।
আর কিছুক্ষণ দাঁড়াও সখি, একটু চেয়ে থাকি,
গানের কথা ভুলে যাক আজ ঘুম ভাঙ্গানো পাখি।
                  ***