আমাদের অফিসের বুয়া সে,
তেজে নয়, কুঝু সে বয়সে।
কর্মী সে বহু আগের পুরানো,
কাজ তার ধোঁয়া, মোছা কুঁড়ানো।
নুনে কম, যদি কেউ বলে তার রান্নায়,
হাতে পায়ে ব্যাথা ছিল বলে সে কান্নায়।
তিন জনের রেধে সে আহা কি প্রেসান,
ভাই নাকি ডাক্তার, গায় তার গুণগান।
প্রতিমাসে বেশ টাকা দেয় নাকি তাহারে,
তাইতে দুধ-ভাত জোটে রোজ আহারে।
অফিসের বেতনে চলে তার কয় দিন,
শতে শতে টাকা লাগে বৈদ্ধেতে প্রতিদিন।
জিজ্ঞাসিলে কি অসুখ? শুনবে তা কয়টা
হাতে ব্যাথা, চোখে ছানি, ধরা থাকে মাথাটা
বড় স্যার এলে নাকি কার হাতে খান না,
তার দেওয়া সালুনের ফের ধরে বায়না।
এ টেবিল সে টেবিল, জনে জনে কুট গায়,
সবাকে  সে ভালবাসে কেউ তার পর নয়।
               --০--