এই যে এথা ছোট্ট ঝুপড়ি, সারি সারি ঘর,
ঝগড়া ঝাটি নিত্য ব্যাপার, কেবা আপন পর।
এইখানেতে স্বপ্ন সরল, ভরা ভাতের থালা,
ঠোঁটের কোনে ফুটে হাসি, মিটলে ভুকের জ্বালা।
পাশে বড় অট্টালিকা, রঙ বেরঙের বাতি,
এথায় থাকে ঘুমোট আঁধার, নিত্যদিনের সাথী।
তরুণীর এখানে স্বপ্ন সহজ, দুমোঠো পেটে ভাত,
মাদুর পাটি নাইবা জুটুক, পোহালেই হল রাত।
কিশোরীবধূ এখানেও আসে, সবুজ স্বপ্ন দল,
স্বপ্ন শুকায় আগুন রোদে, কঠিন মাটির তল।
সখের সোয়ামী সোহাগ জানেনা, জোসনা ফুরায় আলো,
বাঁচার যুদ্ধে বুনোলতা হয়ে তবু বেসে যায় ভালো।
অনাদরের ধন শিশুরা এখানে, ক্লিষ্টে ভেজা বুক,
অবলীলায় বাড়ে, নোংরা কাদায় শুকনো মলিন মুখ।
জীবনের রঙ সাদা কালো শুধু, এটাই এখানে জানা,
রঙ্গীন চোখে স্বপ্ন বুনন, বস্তির পথে মান।
মৃত্যুনাট এখানে হাসে,  মুক্তির গানের শুর,
নবীনে হাসে, বেড়েছে জায়গা, আহা  কি সুমধুর! ...