বৃষ্টি এল, বৃষ্টি পরে,বৃষ্টি আকাশ ধোঁয়া,
সবুজ পাতায় দোল, দোল, মিষ্টি ফোটার ছোঁয়া।
বৃষ্টি পরে, মিষ্টি করে,ঝিঙ্গে ফুলের মাচায়,
দৃষ্টি দারুন আটকে রাখে,প্রজাপতির নাচায়।
শশার মাচায় টুনটুনিটা,বুলবুলি গায় ডালে,
বৃষ্টির আদর, সকাল-দুপুর,কলমিবালার গালে।
শিউলি, কদম গন্ধে মাতাল,কোন বনেতে কেঁয়া,
হাটুরে আজ বেশ তরাসে,ডুবল ঘাটের খেয়া।
অলস ঘুমায় রাখাল বালক,বৃষ্টি ভীষণ ভারী,
ঘোমটা এঁটে নদীর জলে,কোন সে লাজুক নারী।
শাপলা পাতায় বৃষ্টি পরে,মিষ্টি মধুর সুর,
আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরে,ঝাপসা যতদূর।
                   ***