ভর দুপুরে শ্যামল ছায়ায়
কোন অজানা সুরে,
মনটা আমার উদাস হঠাৎ,
হারিয়ে যায় যে দূরে।


খুব সকালে পাখির গানে,
ঘরের দোরটা খোলে,
মনটা আমার চাইছে উড়তে,
পাখির ডানা মেলে।


প্রজাপতির পাখনা দুটো,
কেমনে অমন সাজে!
মনটা আমার ব্যাকুল পাড়া,
ভাল্লাগেনা কাজে।


আকাশ যদি মেঘলা থাকে,
পাল উড়িয়ে মাঝি,
মনটা আমার পালের চূড়ায়,
পাখনা মেলে আজি।


বিকেল বেলা নীল আকাশে,
বক পঙ্খী যায় ফিরে,
মনটা আমার একলা বসে,
গড়াই নদীর তীরে।


কেমন করে পারব পড়া,
জালনা রইলে খোলা,
চাঁদের আলোয় শিউলি ফোটে,
গন্ধে আত্মভোলা।
       ***