তুমি রক্তস্নাত, শান্তির সাওগত নিয়ে সমাগত, সকালের শান্ত রবি,
তুমি ইস্কুলের ছোট্ট সোনামণির খাতায় আঁকা এক স্বপ্নীল ছবি।
প্রিয় বোনের সম্ভ্রম বিসর্জিত হয়েছে তোমার পদতলে,
গলিত লাশের গন্ধ, সবুজ ক্ষেতে সোনালী ফসলের অপেক্ষ... অতঃপর তুমি এলে।
তোমার আগমনিতে খুকু ভুলে গিয়েছিল অনকে লাল বেলুনর বায়নার কথা,
তুমি মোদের অহংকার,অনেক প্রতিক্ষিত প্রিয় স্বাধীনতা।
                  ==০==