কবিতা মানে সবুজ ক্ষেত,হৃদয় ভজো মায়া,
কবিতা মানে প্রিয় মুখ, অরুণ প্রেমেরে ছাঁয়া।
কবিতা মানে শুধু তুমি, হাজার যুগরে চেনা,
কবিতা মানে একটি মাঠ, শব্দ দিয়ে কেনা।
কবিতা মানে একটি হৃদয়, কাঁচা প্রেমের  হাওয়া,
কবিতা মানে রাতের আকাশ, বৃষ্টি বানে ধোঁয়া।
কবিতা মানে একটি প্রেম, খুঁনঠুসিতে ভরা,
কবিতা মানে পাখির গান, হৃদয় হরণ করা।
কবিতা মানে একটু ছায়া, শ্যামল তরুর তলে,
কবিতা মানে বৈঠা বাওয়া, শান্ত নদীর জলে।
কবিতা মানে ভাবুক মন, খোলা জানালার তরে,
কবিতা মানে একলা আমি, গহীন কোন ঘরে।


রচনাকাল
৩০ডিসেম্বর'১৪,গাজীপুর,ঢাকা