চঞ্চল হাসিতে, ফিরেছে প্রাণ-
জীর্ণ ঘরে নির্জনতার ছুটি,
জানালা ভেঙ্গে ভোরের আলো,
উম্মুক্ত ঝরঝরে পরিপাটি।


রাতদুপুরে জেগে উঠলে
গায়কী তোমার ভালো,
রঙ্গমঞ্চের বায়জী হবে
জেলেছ রঙ্গিন আলো।


বাহিরে অমন জোছনা আলো,
খুশবু ছড়ায় হেনা,
প্রেয়সি তুমি অন্যরূপী,
আজ মায়াবীনি,অজানা।


তুমি তো আমাকে করলে বাহির,
মাতালে নতুন নেশায়,
তোমার জন্য মরব আমি,
ফিবর তোমার আশায়।