তুই হলি কেন অভিমানি, আমার কথা শুনলি না,
তোর জন্য যে প্রেম ছিল তা, তুই কখনো বুঝলি না।
এই হৃদয়ের কমল কলি, খুঁজলি তাতে ঘৃণা কেন,
তুই তো দেখি দিব্যি আছিস,আমার তবে এমন কেন?


সুখের তরে ছুটলি শুধু, দুঃখ ভালবাসলি না,
সুখ যে পারে কান্না দিতে, দুঃখই যে প্রেম, মানলি না।
মোর কাননে সুখ বসন্ত, তুই প্রাতে গান গাইলি না।
যৌবন ভরা শান্ত নদে, উত্তাল হাওয়া হইলি না।


অনেক দূরে থেকেও কেন, মোর আঙ্গিনা ছাড়লি না,
থাকবি যদি এটাই মনে, কেন এ হাত ধরলি না।
আমার কি আর মন্দ সবই, কিছুই ভাল দেখলি না ,
লোকের কথা পাছে ফেলে, কেন কাছে ডাকলি না।


জানলা ফাঁকে আকাশ দেখা, বৃষ্টি এলে আঙ্গিনায়,
দুপুর রাতে পুকুর পারে, একলা মজি ভাবনায়।
অতীত দিনের ক্ষেতগুলো সব, চিন্তার ফঁঁলায় চষছি আজ,
কিছু হাসি শুকিয়ে আছে, দেখছি খুলে বইয়ের ভাঁজ।
                       ***


১০ জানুয়ারী'১৫,গাজীপুর,ঢাকা।