মনটা হারুর থাকছে খারাপ,চাইছে তাকে বেচতে,
আছে কোথাও এমন ধোপা পারবে সে মন কাঁচতে।
কোন হাঁটেতে আলু বিকায় উদাস মনের দামে,
কিচ্ছু তাতে ধারধারিনা, দামের বেশি-কমে।
মনটা বদল হয় যেখানে,কিসের পিতল কাচ,
গাঁধায় চেপে বললো হারু,পরে সকল কাজ।
মনটা নাকি যায় যে চুরি, যায় নি কারে দেওয়া,
মিটি হাসে রাঙা দাদা, ছবুরে খায় মেওয়া।
মনে নাকি রাখে আবার কিসে মনে নাই,
এমন সকল প্রশ্ন অনেক হারুর জানা চাই।
মনটা কেমনে ভাবায় আবার,জানবে কোথা হারু,
প্রশ্ন করলে দাদনি বুড়ি, উঁচায় উঠুন ঝাড়ু।
মনটা কিসে হাসায় কাঁদায়,কোথায় রাখে চাবি,
মাষ্টার মশাই তেড়ে বলে হারমজাদা যাবি?
                 ***