খুব ভোরে জানালা খুলে হয়তো দেখেছ,
এক অভিমানি কাক,
তোমাদের বুড়ো ডালিমের গাছে,
বসে থাকে, বসে থাকে শুধু নির্বাক।


ঘর থেকে একটু দূরে, পুকুরের স্বচ্ছ জলে
যখন ধুঁয়ে নিচ্ছ মুখ,
নারকেল পাতায় বসে, দল-ছুট একটি পাখি,
হয়তো তোমার পূর্ব পরিচিত পোষা শালিক।


পরীক্ষার জন্য যখন অনেক রাতাব্দি জেগে থাক,
নিস্তব্দ চারিদিকে তুমি একা পড়ার টেবিলে,
হয়তো শুনতে পাও, নিশাচর পাখির ডানা ঝাপটানি,
সফেদা গাছের ডালে।


মাঝে মাঝে নিজেকে আবিষ্কার করতে পারি না,
সে কোথায়-
অথচ নিরানন্দ দেহ এখানে নিরার্থক থাকে পরে,
আর তোমার সেই আমি হয়তো নিয়ে গেছ সঙ্গে-
তোমার আঙ্গিনায়, অনেক দূরে, সে তো অনেক দূরে।
২৫ জানু,২০১৫
গাজীপুর,ঢাকা।