একুশ তুমি মায়ের ভাষা, তোমায় মনে পড়ে,
ফাগুন এলে কিষ্ণচূড়ায় যখন রঙ্গিন করে।


একুশ তুমি অতিথি নও, নিত্য আমার সঙ্গী,
রাখাল ছেলের উদ্দাম গানে, ছোট নদীর ডিঙি,
গাছের পাতায় টাপুর-টুপুর যখন বৃষ্টি পড়ে,
একুশ তুমি মায়ের ভাষা, তোমায় মনে পড়ে।


একুশ তুমি আপন মানুষ, আমার বোনের শাড়ি,
একুশ তুমি চৈতালী মাঠ, শিলা বৃষ্টি ভারী,
একুশ তুমি শিশু সূর্য, পূবাকাশে ভোরে,
একুশ তুমি মায়ের ভাষা, তোমায় মনে পড়ে।


একুশ তুমি মায়ের কোল, কোলম মমতায় ভরা,
একুশ তুমি প্রতিবাদী কণ্ঠ, ভাষণ অগ্নিঝর,
একুশ তুমি বেধেঁছো আমায় ন্যায়ের অনুরাগে,
একুশ তুমি মায়ের ভাষা, তোমায় মনে পড়ে।


একুশ তুমি একটি সুর, হিমালয় সমান ভারী,
’আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’
একুশ তুমি ‘খামস’ ধ্বনি মিথ্যাবাদীর দোরে,
একুশ তুমি মায়ের ভাষা, তোমায় মনে পড়ে।


একুশ তুমি অকুতোভয় আমার ভীরু প্রাঁনে,
একুশ তুমি সম্মুখ চেনাও প্রভাত ফেরির টানে,
একুশ তুমি বাঁচতে শেখাও, স্বপ্ন ভাঙ্গা ভোরে,
একুশ তুমি মায়ের ভাষা, তোমায় মনে পড়ে।

একুশ তুমি মুক্ত হাওয়া,স্বাধীনচেতা’র আলো,
একুশ তুমি দূরের লণ্ঠন, যখন আধাঁর কালো,
একুশ তুমি ধৈর্যবাদী, হতাশ গহীন গোরে,
একুশ তুমি মায়ের ভাষা, তোমায় মনে পড়ে।


একুশ তুমি একটি মিছিল, কাঁধে ঘেষা কাধঁ,
একুশ তুমি একটি মঞ্চ, সাদা-কালো হাত,
একুশ তুমি বিভেদ ভোলাও, জাতি-ধর্ম-সুরে,
একুশ তুমি মায়ের ভাষা, তোমায় মনে পড়ে।
====<>=====<>======<>====