ফেব্রুয়ারীর ১৪ তারিখ কত গেল আসি,
হয়নি বলা মাগো আমি তোমায় ভালবাসি।
দেশ-বিদেশ কত মানুষ, কত শত মুখ,
তোমার মুখের হাসি মাগো আমার হাজার সুখ।
মাগো আমি অনেক দূরে, তোমায় পরে মনে,
যখন ভাবি একলা তুমি কাঁদছো ঘরের কোনে।
অনেক রকম রান্না খাই মা, নানান রকম স্বাদে,
এমন কাউকে পাইনা মাগো তোমার মত রাধে।
মাগো তোমার সোনার মানিক ভালো আছে যেন,
মাগো তুমি ভালো থাকো, চিন্তা কর কেন?
মাগো তুমি থাকলে ভালো আমি হবো সুখি,
তোমার কিছু হলে মাগো, আমি জনম দুঃখি।
না জেনে মা কষ্ট দিলে করে দিও ক্ষমা,
তোমার ঋণ শোধ করার নয় যা পরেছে জমা।
                     ==০==