গলির মোরে চায়ের দোকান
নড়ছে ঠোটে দাড়ি,
গেল বুঝি ইজ্জত-সম্মান
লোক পাঠালে বাড়ী।


চা, বিড়ি, আর মিষ্টি পানে
তিনশ টাকা বাকী,
শালা ছোট লোক! সবই জানে
ভাড়া বাসায় থাকি।


বাড়ীর মালিক চামার আদমি
শাসায় দরজা নেড়ে,
বাসায় ফিরলে জানিও তুমি
কালকের মধ্যে ভাড়া দিয়ে বাসা জেন ছাড়ে।


কাজের বুয়া বলছে মামা
আমারও তো দু’শো টাকা,
গুছান কেন কাপড় জামা,
দিবেন কি গা ঢাকা।।


ফেইসবুকেও আর যাইনা এখন
স্টাটাস থাক দূরে,
ঠাট্টা মারে যখন-তখন
ইনবক্সে কমেন্টস জমে “দোস্তো ঋই কি চালাও ধারে?”


পকেটের ব্যাথা চিন্ চিন করে
ভ্যালেইন্টেড ডে যে কাল,
মাথা খুড়ছি পায়ে পরে
বাবা একটু দে হরতাল।
ফুলের দোকান বন্ধ থাকুন
রেস্তোরা সব দামী,
গাছের ছায়ায় তোমার ও মুখ-
বড় রোমান্টিক এ আমি।