আমরা নবীন, আমরা কঁচি
আমরা ভীষণ দূরন্ত,
মুক্ত নভে, ডানা মেলা,
পাখির জাক এক উরন্ত।


আমরা গেলাপ, আমরা কলি
হাজার ডালে ফুটন্ত,
দস্যি মোরা, বাঁধন হারা,
ঝড়ের বেগে ছুটন্ত।


আমরা আলো, ঝর্ণাধারা-
মুক্ত প্রাণের হাসিতে,
মোদের বলা হাজার কথা-
রাখাল ভাইয়ের বাঁশিতে।


আমরা বাজি সুরের লহর
হাজার বীনার ধ্বনিতে,
আমরা রাঙ্গি অরুণ আলোয়
দীপ্ত তেজে শানিতে।


আমরা নদীর কলকলানী
আমরা হাজার ঢেউয়েতে,
আমরা চলি পায়ে পায়ে-
শৃঙ্খলতার ভেদীতে।


আমরা কাঁচা, আমরা তরুণ,
মুক্ত মোরা বিহঙ্গ,
কিসে বাঁধা পাহার নদী,
গহীন অরণ, সুড়ঙ্গ।