আমি ভীত সন্ত্রাস্তহীন নাগরিক এক;
রুজির তাগিদে বড্ড ঘর বিমুখ মানুষ।
অন্যরা যখন হরতালের দিনগুলিতে মৃত্যুর ভয়ে গৃহবন্দি থাকে,
আমি তখন স্টেশনে লোকাল বাসে উঠার জন্য নিত্যদিনকার যুদ্ধেলিপ্ত।
প্রতিদিন নীরিহ নাগরিকের মৃত্যুর মিছিল,
খবরের কাগজগুলো পরিসংখ্যান রাখছে।
আমার প্রিয় মানুষটির উৎকণ্ঠার শেষ নেই,
কিন্তু আমি শ্বাসতন্ত্র না পোড়া কৌশল শিখে রেখেছি।
মানুষের অকাল মৃত্যু, এখন আর তেমন বিচলিত করে না,
খবরের কাগজে শুধু পরিসংখ্যান দেখি,
ক্রিকেট খেলার স্কোর দেখার মত।
নিজের অর্ন্তমূর্তি দেখে আজ-কাল ভীষণ অভাক হই,
অনুভূতি কেমন ভোতা হয়ে গেছে-
মৃত্যুর যন্ত্রনায় ছটফটকারীর প্রতি ভ্রুক্ষেপহীন,
পাশের বকরিটি আমি, যে শুধু খেয়ে যাচ্ছে অবলীলায়।
তোমার দু’চোখ ভরা পানি
আমার কঠিন ইস্পাতের মত সাহসগুলো কেমন নড়বড়ে করে দিচ্ছে, আজ আমি বড্ড ভীরু,
আমার জিবনের অনিরাপদ অকালমৃত্যুতে।