তোমার আমার প্রিয় বাংলদেশে আমরা এখানে-
পাশাপাশি বাস করতে চাই, মায়ের কোলের মত নিরাপদে;
যেখানে কোন অভিজিতের নিথর দেহ-
পরে না থাকে; ঘরে ফেরার পথে।


এরূপ পৈচাশিক বর্বরতা দেখে দেখে-
আর আমি স্তম্ভিত হতে চাই না, বাকরুদ্ধ হতে চাই না বোকার মত;
ভিবেকের কাছে আজ আমি বড় লজ্জিত-
দিকভেদী চিৎকারের ধ্বনি আমার কানে বাজে; আর কত! আর কত!!


নিরাপরাধ অভিজিতরা যদি এভাবে মরে,
তবে তুমি কিসের নিরপত্তায় ব্যস্ত, থাকো সর্বদা হন্তদন্ত?
ব্যার্থতায়ও লজ্জা নাই তোমাদের, বেকুবের হাসি হাসো;
দুটো খবরের কাগজ আর কিছু প্যারাসিটামল, মুরদহীন সব তদন্ত।


আজ কি কেঁদে কেঁদে বিলাপ করার সময়, আমার প্রিয় মা-
চোখের সামনে এভাবেই কি বারবার; শুধু হারবে-ই তুমি,
না আর ঘরের কোনে থাকবো না;
আমি আজ প্রতিবাদী, বুকের রক্ত দিয়ে হলে প্রমাণ দিতে চাই; তোমার সন্তান আমি।


শানিত হতে হবে আর একবার, রুখতে হবে হীন অপরাজনীতির কৌশল,
হাতে হাত মিলানোর  সময় এসেছে, কেন তুমি বেলকুনিতে দাঁড়িয়ে নির্বাক?
আর একটি মঞ্চ না হয় গড়বো, সেটা নিখাঁত বাঁচার প্রশ্নে,
তবু সোনার বাংলায়, সোনা-সোনা যত মুখ; নিরাপদে অভিজিতেরা বেঁচে থাক।