আমি বাংলা কবিতার একজন নিয়মিত পাঠক এবং লেখারও চেষ্টা করি। সে চেষ্টার ফলে গত একুশে বই মেলায় ‍"শতরূপে ভালোবাসা" বইয়ে আমার একটি লেখা কেমন কেমন করে স্থান পেয়ে গেল। তারপর থেকে লেখা লেখি এবং বাংলা কবিতা এবং তারুন্য সাইটের প্রতি একধরনের তীব্র ভালোবাসা তৈরি হয়েছে। আমি বাংলা কবিতা এবং  তারুন্য ব্লগ পরিবারের সদস্য হিসেবে ভীষণ রকম গর্ববোধ করি। পাশাপাশি  বাংলা কবিতা এবং তারুন্য ব্লগ সাইটের উত্তর উত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করছি।


বাংলা কবিতা সাইটটি এখন বেশ জনপ্রিয় অবস্থানে আছে। তবে সেটা যে একদিনে আসেনি তা পুরানো সদস্যদের সাথে আলাপচারিতায় বেশ স্পস্ট। বাংলা কবিতা সাইটের আজকের এ অবস্থানের জন্য পুরানো কবিবন্ধুরা সেইসব এডমিনগণের অক্লান্ত পরিশ্রমের কথা আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।


কয়েক দিন আগে একজন কবির মন্তব্যে যেমনটি বলছিলেন যে, আগের এডমিনরা সদস্যদের যেকোন সমস্যায় ছিল বেশ আন্তরিক যা এখন অনেকক্ষেত্রে উনি লক্ষ্য করছেন না।  বাংলা কবিতার সাইটের ক্ষেত্রে আমি ব্যক্তিগত ভাবে এমন অভিজ্ঞতার সম্মুখীন হইনি।


কিন্তু ইদানিং নিতান্তই দুঃখের সাথে লক্ষ্য করছি, তারুন্য ব্লগ সাইটে মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত গোলযোগ তৈরি হচ্ছে। কিছু বন্ধু অভিযোগ করে যাচ্ছেন। আমিও একজন ভূক্তভোগী সদস্য। তবে কোন কিছু করেও যেন মাননীয় এডমিন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। আমি কি আদৌ আমার পুরানো আইডিতে আর প্রবেশ করতে পারবো কি না। তাও বুঝতে পারছি না। আর বিষয়টি নিয়ে আমি এক ধরনের অসস্থিতবোধ করছি।


সমস্যাটা ছিল, আমি তারুণ্যের ব্লগে কোন একাউন্ট খুলিনি কিন্তু জিমেইল দিয়ে লগইন করে লেখা পোষ্ট করতাম। গত দুই মাস ধরে এখন আর লগইন করতে পারছি না।  তখন  থেকেই বিষয়টি ই-মেইলসহ বিভিন্ন উপায়ে মাননীয় এডমিন মহোদয়ের দৃষ্টি আর্কষণ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি।
লগইন করতে গেলে জি-মেইল থেকে নিম্নের মেসেসটি প্রদর্শন করছে।


"OpenID 2.0 for Google Accounts has gone away
If you've been redirected to this page, it means that you're using a website that doesn't support the latest sign-in standards from Google. We no longer provide this legacy sign-in service for Google accounts, and recommend using an alternative method to sign in on that website. If you previously used your Google account to sign in, you may be able to recover your account using a “forgot password” feature, or by contacting that websites’ support team.


Some websites use OpenID 2.0 for authentication when you're signing in, and to access data that you've given them permission to access. OpenID 2.0 was replaced by OpenID Connect, and since April 20, 2015, no longer works for Google Accounts. OpenID 2.0 support was shut down in order to focus on the newer open standard OpenID Connect, which provides greater security for your account.


If you're a developer of an application that uses OpenID 2.0, you should migrate to OpenID Connect. Learn how to migrate to OpenID Connect."


পরিশেষে, যেকোন সমস্যার যথাদ্রুত সম্ভাব সমাধানে এডমিনগণ আন্তরিকতার পরিচয় দিতে ব্যর্থ হলে বাংলাকবিতার সাইটের মত করে তারুণ্যের ব্লগ সাইটটি প্রাণবন্ত হতে বেশ সময় লাগবে বলে আমি ধারণা করছি। তাই নবীন-প্রবীণ নির্বিশেষে সদস্যরা যেকোন সমস্যা সম্মুখীন হলে যথাদ্রুত সম্ভব সমাধানের জন্য মাননীয় এডমিন মহোদয়ের আন্তরিক সহযোগীতা একান্তভাবে কামনা করছি।