আমার প্রিয় কাঠ বিড়ালী, পুচ্ছ করা উঁচু,
রঙ্গিন শোভায় মধুমাসে, ডালে ডালে লিচু।
আমার প্রিয় কালো মেয়ে, কালো ছাগল ছানা,
মন কাড়ানো মিষ্টি রোদে ভোরের উঠুন খানা।
আমার প্রিয় রঙিন ঘুড়ি, মেঘে মেঘে ছুঁয়ে,
আকাশ এসে পাশের গাঁয়ে পড়ছে যখন নুয়ে।
আমার প্রিয় পালের নৌকা, পদ্মা নদীর ঢেউ,
পরীর দেশে নাউর যাবে জল কন্যাদের বৌ।
আমার প্রিয় স্বাধীনতা, গর্বে ভরো বুক,
সোনাভরা,সোনা দেশে, ভাসে মায়ের মুখ।