মাগো আমার জন্মভূমি
তোমার সবুজ ঘাসে,
আমার পোড়া চক্ষু জুড়ায়
তোমার কোলে এসে।


তোমার এসব ফুলের সুভাস
গন্ধে পাগল করে,
ফাগুন হাওয়া জানালা ভেঙ্গে
যখন আসে ঘরে।


তোমার ভোরে শিশির সকাল
প্রজাপতির ডানা,
বড়ই গাছে দস্যি মেয়ে
আনন্দে আট খানা।


তোমার বুকে কাজলা দিঘী
বুনো হাঁসের দল,
দূরের কোন শহর থেকে
মন করে ছলছল।


অনেক দূরে থাকছি পরে
তবুও রোজ আসি,
মাগো আমার জন্মভূমি
তোমায় ভালোবাসি।