উড়ছে ধূলা, করছে খেলা,
জ্যামের গাড়ীগুলো,
ব্যস্ত মানুষ, ঝুলছে বেহুশ,
যেমন বাদুরগুলো।


বাসকে ঘিরে, এমন ভীরে,
যুদ্ধ নিয়ম করা,
এত বেশি, ঠাসা ঠাসি,
জিবন হলো সারা।


হেলপার হেকেঁ, তবুও ডাকে,
সিট বয়ে যায় ফাকাঁ,
প্রিয় নগর, সুখের সাগর
আমাদের এই ঢাকা!
---