প্রথম সকাল, মিষ্টি আলো দেখি জানালা খুলে
ঝিলিমিঝি প্রজাপতি উড়ছে ফুলে ফুলে,
জানবো কোথায় লুকিয়ে ছিলাম এমন সকাল ফেলে....


নদীর জলে নৌকা ভাসে, ফানুস নীলাভ নভে,
ভাবছি কেন এমন মেলায়, আসতে দেরি অসার হেলায়,
জানবো কোথায় মগ্ন ছিলাম, কে আটকালো তবে...


ছাগল ছানার ঐ মায়া মুখ, মিষ্টিমাখা কি অপরূপ,
একটু দূরে শুরের মায়ায় হারিয়ে আমি শ্যামল ছায়ায়
ভাবছি কেন দেরি হলো সেই তো সকাল এলে...


এমন হাজার রূপের ধাধায়, হয়নি আমার সদায়-বিনয়,
ফুরিয়ে গেল স্বাদের সকাল, দুচোখ ভরা রূপের আকাল
মনরে বলি বৃথাই বুঝি এলে,এই ভবের রংমহলে...
--------------------------------------------
বানানের ভুল নিজগুণে ক্ষমা করবেন....