এ দেহে আগুনের আঁচ লেগেছে অনেকবার।
তবুও দেহে জল ঢালিনি,
তীব্র জ্বালা বুকে নিয়ে
শুধু বসে থেকেছি।
পূবের হাওয়ায় কখন ঠান্ডা হয়ে গেছে
বুঝতে পারিনি.....
পানি ঢালিনি এই ভেবে যে
তপ্ত কাঁচে পানি ঢেলে দেওয়ার
মত যদি আমিও ফেটে যাই!
তবে তা সকলেই দেখবে।
কেননা ,চাপা ব্যথার মাঝে
একটু আনন্দ আছে।
সত্যিই আনন্দ আছে!
যার ব্যথা সেই জানে।