সুখে আছি সবই আমার।
সবকিছু খুব সুন্দর!
ঐ  আকাশ আমারই,
ঐ চাঁদ, ঐ তারা আমার খুব কাছের বন্ধু।
কোমল বাতাস কত ভালবাসে আমাকে!
নদীর জল সবুজ প্রকৃতি আমার পরম আত্মীয়।
সুখে আছি ভালো আছি ,
তাই আমার প্রতি সবার ভীষণ মায়া।
আর যখন খারাপ থাকি,
পিছন ফিরে দেখি কেউ নেই!
শুধু নিঃসঙ্গতা.......
কোথায় চাঁদ? কোথায় তারা?
কেউ নেই আমার আমি শুধু একা!
আমার কেউ ছিল না।
নদী ,বাতাস, প্রকৃতি ওরা শুধু সুখের আত্মীয়।
আমি কষ্টে আছি তাই ,
আপন বলতে আমার কিছু নেই।
আপন, আত্মীয়, বন্ধু এই শব্দ গুলো
শুধু সুখী মানুষদের জন্য।
আর কষ্টে থাকা মানুষদের জন্য
এই শব্দ গুলো বড়ই অদ্ভূদ আর বিশ্রী।