সত্য বলা তুমি ছেড়ে দাও
তোমার পাশে দাড়িয়ে যে লোকটি অনবরত মিথ্যে বলছে ---
তাকে বলো আপনি চরম সত্য কথা  বলছেন।
তাল মেলাও যত পারো মেলাও..
তবেই তুমি ভালো মানুষ।
তুমি যাকে প্রতিনিয়ত একজন খাঁটি দুধ বিক্রেতা হিসেবে চেনো!
যার মুখে খাঁটি কথার খই ফুটে-
একদিন দেখছো সে দুধে পানি মেশাচ্ছে
চেপে যাও আরে চেপে যাও।
বলো চাচা ঠিক আছে  চালিয়ে  যাও।
তবেই তুমি ভালো মানুষ।
তোমার চোখের সামনে একটি খুন হচ্ছে
তুমি কিছুই দেখোনি অন্ধ সেজে চলে যাও।
তবেই তুমি ভালো মানুষ।
তুমি জানো নির্বাচনে দাড়ানো লোকটি
মদখোর,জুয়াখোর,দূর্নিতিবাজ,লম্পট
কিন্ত পোস্টারে লিখা সৎ,যোগ্য,মানবদরদী
আরে চেপে যাও সবার সামনে তার আরো গুনকীর্তন করো
তবেই তুমি ভালো মানুষ খুব ভালো মানুষ।
খাবারে ভেজাল মেশানো দোকানদারটাকে
বলো ওর দোকানের খাবার খুব ভালো,টাটকা।
তবেই তুমি ভালো মানুষ।
সত্যকে মিথ্যে বলো আর  মিথ্যেকে বানাও সত্য।
শুধু তাল মেলাও -তাল!
তবেই তুমি ভালো মানুষ অনেক বড় ভালো মানুষ।