হাজার বছর আগে অথবা পরে
পথিকের ভালবাসায় তার সৃষ্টি।
এঁকেবেঁকে চলেগেছে দূর বহুদূর
যতদূর যায় দৃষ্টি....
দুপাশে সবুজের সমারোহ
দেখতে দারুন মিষ্টি।
পদদলিত অথবা যান্ত্রিক চাপ
তার বুকে চলছে অবিরত
বুকের মাঝে  হাজারো ক্ষত
তবুও হ্নদয়খানা তার অক্ষত
আনন্দের মাঝেই কাটে দিন রাত
হাসি মুখে থাকে সে যে
বুকে যতই পড়ুক আঘাত
পিষ্ট হবার অভিশাপ মেনে
জন্ম বুঝি হয়েছে তার
এ যেন অভিশাপ নয়,
এটাই ভাললাগা, এটাই স্বার্থকতা
পথিক ছাড়া লাগে সবই আঁধার
তবুও সে  মাঝে মাঝে কাঁদে
তার বুকে হাজারো পথিক হাঁটে
কেউ তাকে ভালবেসে নিঃশব্দে হাঁটে!
আবার কেউ জোরপায়ে হাঁটে
কোন একদিন পথ সেই নিঃশব্দে হাঁটা
পথিকের কথা ভেবেই কাঁদে।